পুলওয়ামায় জঙ্গি হামলা! গুলিতে মৃত্যু স্ত্রী, কন্যা-সহ স্পেশাল পুলিশ অফিসার

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় স্পেশাল পুলিশ অফিসারের বাড়িতে জঙ্গি হানা। হামলায় স্পেশাল পুলিশ অফিসার ফৈয়জ আহমেদের মৃত্যু হয়েছে। গুলিতে আহত ফৈয়জের স্ত্রী ও মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুরো এলাকা ঘিরে তল্লাশি নিরাপত্তাবাহিনীর। ট্যুইটারে কাশ্মীর জোনের পুলিশের তরফে জানানো হয়েছে, অবন্তীপোরায় ফৈয়জের বাড়িতে ঢুকে লাগাতার গুলি চালায় জঙ্গিরা। সেই জঙ্গি হামলায় ফৈয়জ, তাঁর স্ত্রী এবং মেয়ে গুলিবিদ্ধ হন। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ফৈয়জের। স্ত্রী ও কন্যাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মারা যান স্পেশাল পুলিশ অফিসারের স্ত্রী। পরে মৃত্যুর খবর আসে মেয়েরও। গোটা ঘটনায় পুলওয়ামা জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, গতকালই জম্মুতে বিমানবন্দরের পাশে বায়ুসেনার স্টেশনে হামলা চালায় জঙ্গিরা। এরই মাঝে রবিবার মধ্যরাতে স্পেশাল পুলিশের বাড়িতে জঙ্গি হামলা নতুন করে চিন্তা বাড়ালো প্রশাসনকে।
Comments are closed.