নিম্নচাপ অক্ষরেখার জের! উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব সংবাদদাতা : পঞ্জাব থেক পূর্ব অসম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী চার দিন উত্তরবঙ্গে সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। একইসঙ্গে আগামী দুই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
Due to presence of a trough at mean sea level running from Northwest Rajasthan to East Assam across Haryana, North Uttar Pradesh, Bihar and Sub-Himalayan West Bengal and extends upto 0.9 km above mean sea level with strong moisture incursion from Bay of Bengal,
— IMD Kolkata (@ImdKolkata) July 2, 2021
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ কুমার দাস জানিয়েছেন, ‘পঞ্জাব থেকে পূর্ব অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গর উপর দিয়ে গেছে। তারফলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়ে উত্তরবঙ্গে চার দিন এবং দক্ষিণবঙ্গে আগামী দুইদিন বৃষ্টিপাত হবে।’
গণেশ কুমার দাস আরও জানিয়েছেন, ‘উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী দুইদিন সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। নিচের দিকের জেলাগুলি যেমন মালদা ও দুই দিনাজপুরে মাঝারি বৃষ্টিপাত হবে। এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে। এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়ে ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে।’
Comments are closed.