Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ম্যানচেস্টার সিটিতে সম্ভবত যোগ দিচ্ছেন মেসি, চুক্তি করতে হাজির বাবা

বেঙ্গল ফাস্ট : মঙ্গলবার এফসি বার্সেলোনার সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন মেসি। এরপরই ইউরোপের শীর্ষ ক্লাবগুলো তাকে পেতে মরিয়া হয়ে উঠেছে। সংবাদমাধ্যমে ৪টি ক্লাবের কথা বেশি আলোচনা হচ্ছে- ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইন্টার মিলান। তবে ম্যান সিটিতে প্রিয় কোচ পেপ গুয়ার্দিওলা থাকায় সেখানে যাওয়ার সম্ভাবনা বেশি মেসির। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। আর ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এর খবর, সিটিজেনদের সঙ্গে চুক্তি করতে ইতিমধ্যেই ম্যানচেস্টারে অবস্থান করছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। আরসিএ ১ ও টিসওয়াইসি স্পোর্টসের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, ম্যান সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে ইংল্যান্ডে পা রেখেছেন হোর্হে মেসি। রিপোর্টে বলা হয়েছে, দুই বছরের চুক্তি হতে পারে মেসি-ম্যান সিটির।

- Sponsored -

মেসির ম্যান সিটিতে যোগদান ফ্রি ট্রান্সফারে হবে নাকি অর্থের বিনিময়ে তা এখনো পরিষ্কার না। তবে ম্যান সিটির চিফ এক্সিকিউটিভ ফেরান সোরিয়ানোর বিশ্বাস মেসিকে তারা ফ্রি ট্রান্সফারেই পাবেন। বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির চুক্তির মেয়াদ রয়েছে ২০২১ সালের জুন পর্যন্ত। মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরোর। তবে এই চুক্তিতে জুড়ে দেওয়া আছে বিশেষ একটি শর্ত- চাইলেই প্রতি মৌসুমের শেষে বিনামূল্যে ন্যু ক্যাম্প ছাড়তে পারবেন। শর্ত কার্যকর করতে হলে ক্লাব কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট সময়ের আগে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকার। বার্সা বোর্ড অবশ্য দাবি করেছে, চুক্তির ওই শর্ত অনুসারে গেল ১০ই মে’র মধ্যে মেসিকে তার সিদ্ধান্তের কথা জানাতে হত। তখন বিনামূল্যে তাঁকে ক্লাব ছাড়ার সুযোগ দেওয়া হত। কিন্তু আরও অনেক আগেই পেরিয়ে গেছে সেই সময়। তাই চুক্তির ওই ধারা এখন আর কার্যকর হবে না।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.