ব্যবসা গুটিয়ে নিল মেসেজিং অ্যাপ হাইক
নিজস্ব সংবাদদাতা: রাতারাতি পাততাড়ি গুটিয়ে নিল মেসেজিং অ্যাপ হাইক। হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে ভারতী এয়ারটেলের কর্ণধার সুনীল ভারতী মিত্তলের ছেলে কেভিন ভারতী মিত্তল হাইক মেসেঞ্জারের প্রতিষ্ঠা করেন। ২০১৬ সালে ব্যবসা বৃদ্ধির জন্য দেশজুড়ে হাইক অ্যাপের প্রচার শুরু করে সফট ব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশন গোষ্ঠী।
এ মাসের গোড়ায় কোনও ব্যাখ্যা ছাড়াই তাদের পরিষেবা বন্ধের কথা ঘোষণা করেছিল সংস্থাটি।গত কয়েক বছরে মেসেজিং পরিষেবার বাইরে বেরিয়ে নিখরচায় ফোন এবং মোবাইল বিনোদনের মতো ব্যবসায় নামে হাইক। সফট ব্যাঙ্ক গ্রুপ কর্পোরেশন ছাড়াও হাইক অ্যাপে বিনিয়োগ করে টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড। হাইক স্টিকার চ্যাট গত ৬ জানুয়ারি কেভিন ভারতী মিত্তল বন্ধ করার কথা ঘোষণা করার পর সোমবার থেকেই পুরোপুরি বন্ধ হয়ে গেল হাইক।
Comments are closed.