Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র’ ও ‘ক্যাকটাস’ ব্যান্ডের উদ্যোগে মায়াচরে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা : স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র’ ও ‘ক্যাকটাস’ ব্যান্ডের উদ্যোগে যৌথ ভাবে ত্রাণ বিলি হল মায়াচর দ্বীপে। সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে পূর্ব মেদিনীপুরের সমুদ্র এবং নদী তীরবর্তী এলাকাগুলি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিজেদের সাধ্যমতো ত্রাণ পৌঁছে দেওয়া হল। সোমবার মহিষাদল থানার অন্তর্গত মায়াচর নদী দ্বীপে শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় এবং দুটি পরিবারকে বিশেষ ভাবে আর্থিক সাহায্য করা হয়।

- Sponsored -

‘মেদিনীপুর ক্যুইজ কেন্দ্রে’র ত্রাণকার্যে বিশেষভাবে সহযোগিতা করেন জনপ্রিয় বাংলাব্যান্ড ‘ক্যাকটাস’- এর দুই জনপ্রিয় গায়ক সিধু, পটা এবং মিউজিশিয়ান অর্ণব-সহ অন্যান্যরা। এদিন ত্রাণসামগ্রীতে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন, স্যানিটাইজার, মাস্ক, সাবান, শাড়ি, আলু, পেঁয়াজ, লবন, সয়াবিন, চাল, ডাল, তেল, চা, দুধ, বিস্কুট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ছোলা, মুড়ি-সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রবাদি। সোসাইটির উদ্যোগে এই ত্রাণ শিবিরের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড.মৌসম মজুমদার, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়া-সহ অন্যান্য সদস্যরা।

ক্যুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী বলেন, ‘বিগত বছরে আমফান পরবর্তী পরিস্থিতিতে আমরা মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা মায়াচরের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলাম। এবারের প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবে, নদীর প্রবল জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত এই এলাকার দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হল। এছাড়াও দুই মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ইতিপূর্বে এই কর্মসূচি হয়েছে। আগামী দিনেও জনহিতকর কর্মসূচি গৃহীত হবে সংস্থার পক্ষ থেকে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.