সর্পবন্ধু দেবরাজের পাশে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের বাসিন্দা সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী পাশে দাঁড়াতে এগিয়ে এল মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় ভাড়াবাড়িতে থাকা বন্যপ্রাণপ্রেমী যুবক দেবরাজ চক্রবর্তীর নেশাই হল সাপ উদ্ধার করা। চব্বিশ ঘণ্টায় যখনই খবর পান কোথাও সাপ বেরিয়েছে, তখনই ছুটে গিয়ে সাপটিকে উদ্ধার করে তিনি জঙ্গলে ছেড়ে দেন। এতে যেমন সাপ বেঁচে যাওয়ায় একদিকে জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা হয়, তেমনি যেখানে সাপটি বেরিয়েছিল সেখানকার বাসিন্দাদের আতঙ্কও কেটে যায়।
https://twitter.com/bengal_fast/status/1294299584299036678
সাপ ধরার জন্য প্রয়োজনীয় বিজ্ঞানভিত্তিক উপকরণ নেই দেবরাজ চক্রবর্তীর কাছে। অন্যদিকে সাপ ধরার নেশায় পেশাগত ভাবে কোনও সংস্থায় কাজ টিকিয়ে রাখতেও সমস্যায় পড়েন তিনি। বর্তমান সময়ে হাতে পেশাগত কোনও কাজ সেভাবে না থাকায় তিনি যথেষ্ট আর্থিক সমস্যায় রয়েছেন। বন্যপ্রাণপ্রেমী ফোটোগ্রাফার তথা ক্যুইজ কেন্দ্রের সদস্য অরিন্দম দাস মারফত দেবরাজের এই সমস্যার কথা পৌঁছে যায় ক্যুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির কাছে। কমিটি সিদ্ধান্ত নেয় দেবরাজের পাশে দাঁড়ানো হবে।
শুক্রবার বিকেলে দেবরাজ চক্রবর্তীর হাতে একজোড়া অ্যান্টি বাইট গ্লাভস এবং কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন গৌতম বোস, স্নেহাশিস চৌধুরী, সুভাষ জানা, প্রসূণ কুমার পড়িয়া, আল্পনা দেবনাথ বোস, অরিন্দম দাস, নরসিংহ দাস, শবরী বসু, পায়েল পাল, সুদীপ কুমার খাঁড়া, শুভরাজ আলি খাঁন প্রমুখ।
Comments are closed.