চিকিৎসা-সরঞ্জাম দুর্নীতি, মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের দাবি রাজ্যপালের
নিজস্ব সংবাদদাতা : ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ট্যুইট যুদ্ধে নামলেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার সকালে পরপর দুটি ট্যুইট করে চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জাম কেনাতেও দুর্নীতির অভিযোগ সামনে আনলেন। করোনা চিকিৎসার জন্য গত কয়েকমাসে প্রায় ২ হাজার কোটি টাকার সরঞ্জাম কিনেছে রাজ্য সরকার। যার গুণমান খারাপ ছিল। সম্প্রতি একথা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয়। এ বিষয়ে খোঁজখবর নেওয়ার পরই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।
চিকিৎসা সরঞ্জাম কেনা প্রসঙ্গ টেনে রাজ্যপাল জগদীপ ধনকর মুখ্যমন্ত্রীকে বিঁধে লেখেন, “এবার পর্দা সরিয়ে আসল তথ্য বাইরে আনুন। আর্থিক অনিয়ম এবং নির্দিষ্ট কয়েকজনের লাভবান হওয়ার খবরে বিরক্তি বোধ করছি।”
A WHITE PAPER called for indicating total purchases, sourcing thereof and decision maker/s.
Corruption breeds with lack of transparency. Lift iron curtain @MamataOfficial for facts to spill out.
Appalled at fiscal irregularities and dimensions of culpable gain to chosen #MAP
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 21, 2020
আরেকটি ট্যুইটে ধনকর লেখেন, “কেনাকাটার কাটমানি কোথায় গেল? কে বা কারা লাভবান হলেন? সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত। করোনা ক্রয়ের হিসাব, কোথা থেকে কেনা হয়েছে, কারা সিদ্ধান্ত নিয়েছেন তা জানিয়ে শ্বেতপত্র প্রকাশ হোক। স্বচ্ছতার অভাবেই দুর্নীতি জন্ম।”
Comments are closed.