মাতঙ্গিনীকে শ্রদ্ধার্ঘ্য কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে
নিজস্ব সংবাদদাতা : কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে শহিদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের গণিতের শিক্ষক দিব্যেন্দু সাহার। কালোজিরা দিয়ে প্রতিকৃতি এঁকে মাতঙ্গিনী হাজরার ৭৯তম আত্মবলিদান দিবসে শ্রদ্ধার্ঘ্য জানালেন তিনি।
তাঁর আঁকা ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপোলোড করেন মেদিনীপুর শহরের পালবাড়ির জীপনদীপ কমপ্লেক্সের বাসিন্দা দিব্যেন্দুবাবু। এর আগে দিব্যেন্দুবাবু বিভিন্ন ব্যক্তিত্বের স্মরণে ও ঘটনার সাপেক্ষে কালোজিরা, লতাপাতা, পেরেক, শুকনো লঙ্কা, টগরফুল, শাক-সবজি সহযোগে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করে তাক লাগিয়ে দিয়েছেন। এবার কালোজিরা দিয়ে এঁকে মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জানানোয় নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন দিব্যেন্দুবাবুকে।
Comments are closed.