Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নিউটাউনের জ্যাংরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০-৩৫টিরও বেশি ঝুপড়ি

নিজস্ব সংবাদদাতা : কালীপুজোর রাতে বিধ্বংসী আগুন। নিউটাউন জ্যাংরার হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের ঘুণী এলাকার গৌরাঙ্গনগর নিবেদিতা পল্লিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৩০-৩৫টিরও বেশি ঝুপড়ি। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকলের ১০টি ইঞ্জিন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে।

- Sponsored -

সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয়াবহ এই আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, সিলিন্ডার বা বাজি থেকেই আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলেই খবর।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.