নিউটাউনের জ্যাংরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩০-৩৫টিরও বেশি ঝুপড়ি

নিজস্ব সংবাদদাতা : কালীপুজোর রাতে বিধ্বংসী আগুন। নিউটাউন জ্যাংরার হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের ঘুণী এলাকার গৌরাঙ্গনগর নিবেদিতা পল্লিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৩০-৩৫টিরও বেশি ঝুপড়ি। ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে ব্যস্ত দমকলের ১০টি ইঞ্জিন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে।
নিউটাউন জ্যাংরার হাতিয়াড়া ২ নম্বর পঞ্চায়েতের গৌরাঙ্গনগর নিবেদিতা পল্লিতে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই ৩০-৩৫টিরও বেশি ঝুপড়ি। pic.twitter.com/jPSmQidxbg
— Bengal Fast (@bengal_fast) November 14, 2020
সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভয়াবহ এই আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, সিলিন্ডার বা বাজি থেকেই আগুন লাগতে পারে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলেই খবর।
Comments are closed.