বিধ্বংসী আগুন নিউ কয়লাঘাটে পূর্ব রেলের সদর দফতরে, মৃত নয়
নিজস্ব সংবাদদাতা: স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের সদর কার্যালয় নিউ কয়লাঘাটা ভবনের ১৩ তলায় বিধ্বংসী আগুন। আগুনের উৎস খুঁজতে গিয়ে মৃত নয় জন। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২৫টি ইঞ্জিন। রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
মৃতদের মধ্যে চারজন দমকল কর্মী। বাকিদের মধ্যে একজন হেয়ার স্ট্রিট থানার এএসআই। এছাড়া এক আরপিএফ কর্মীরও প্রাণ গিয়েছে। শনাক্ত করা যায়নি সপ্তমজনের দেহ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকার আর্থিক সহযোগিতা ও মৃতের পরিবারের একজনকে সরকারি চাকরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। উদ্ধার করা মৃতদেহগুলি পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এছাড়াও আহতরা ভর্তি আছেন এই হাসপাতালে। এরপর ঘটনাস্থল থেকে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.