Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

২৬ নভেম্বরের ধর্মঘটের সমর্থনে খড়্গপুরে গণ-কনভেনশন

নিজস্ব সংবাদদাতা : ধর্মঘটের সমর্থনে কেন্দ্রীয় গণকনভেনশন হল খড়্গপুরে। আগামী ২৬ নভেম্বরের ধর্মঘট আহ্বানকারী সব ট্রেড ইউনিয়ন, ফেডারেশন সমূহ ও গণসংগঠনগুলির কেন্দ্রীয় গণকনভেনশন অনুষ্ঠিত হল খড়্গপুর শহরে। বুধবার খড়্গপুর এসডিও অফিসের সামনে আয়োজিত এই কনভেনশনে সিটু, এআইটিইউসি-সহ অন্যান্য বাম শ্রমিক সংগঠন ছাড়াও আইএনটিউসির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র যুব মহিলা শিক্ষক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব, প্রতিনিধি ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। রেল, ব্যাঙ্ক-সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরের অবসরপ্রাপ্ত কর্মীরাও উপস্থিত ছিলেন।

- Sponsored -

এদিন মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় নেত্রী তথা জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভানেত্রী দীপ্সিতা ধর। এছাড়াও বক্তব্য রাখেন এআইটিইউসির বিপ্লব ভট্ট, সিটুর অনিত মণ্ডল, আইএনটিউসির মধু কামী, রেলওয় অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের এনআর পাত্র, এসএফআই-এর সৈয়দ সাদ্দাম আলি, মহিলা সমিতির নেতৃত্ব তথা খড়্গপুর পুরসভার কাউন্সিলর স্মৃতিকণা দেবনাথ-সহ অন‍্যান‍্যরা। কনভেনশনের শুরুতে গণজাগরণ কণ্ঠের পক্ষ থেকে সংগীত পরিবেশিত হয়। সভা পরিচালনা করেন সবুজ ঘোড়াই। কনভেনশনে উপস্থিতি যথেষ্ট উৎসাহব্যঞ্জক বলে মনে করছেন কনভেনশন আহ্বানকারী নেতৃবৃন্দ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.