মেদিনীপুরের রাঙামাটিতে মারাদোনা স্মরণ
নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরে মারাদোনা স্মরণে এগিয়ে এলেন ফুটবলপ্রেমীরা। বুধবার প্রয়াত হয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা। তাঁর মৃত্যুতে গোটা বিশ্বেজুড়ে শোকে বিহ্বল অনুরাগীরা। মেদিনীপুর শহরও এর ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকায় অনুষ্ঠিত হয় মারাদোনা স্মরণ অনুষ্ঠান।
একঝাঁক ফুটবলপ্রেমীর উদ্যোগে মারাদোনাকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হল মাল্যদান, মৌন মিছিল, মোমবাতি প্রজ্বলন এবং আলোচনা সভা।
উপস্থিত ছিলেন মেদিনীপুরের একসময়ের জনপ্রিয় ফুটবলার ও বিশিষ্ট কোচ তপন ভট্টাচার্য, মেদিনীপুরের স্বনামধন্য খেলোয়াড় প্রদীপ ঘোষ-সহ একঝাঁক শিক্ষানবীশ ফুটবলার ও ক্রিকেটার-সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। শোকসভায় মারাদোনাকে কেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার বলা হয় তা সুন্দর ভাবে তুলে ধরেন তপন ভট্টাচার্য ও প্রদীপ ঘোষ।
Comments are closed.