করোনা আক্রান্ত বহু সাংসদ, অধিবেশনের মেয়াদ কমাতে আলোচনা বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
করোনা ভাইরাসের জন্য দেরিতে শুরু হয়েছে এবারের বাদল অধিবেশন। ১৮ দিনের অধিবেশনে গুরুত্বপূর্ণ কাজগুলো মিটিয়ে ফেলতে চায় কেন্দ্রীয় সরকার। তবে তারই মধ্যে শনিবার সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এবারের অধিবেশনের মেয়াদ আরও কমানোর পক্ষে সায় দিলেন সব দলের সাংসদরা। ইতিমধ্যেই বহু সংসদের করোনা পজিটিভ ধরা পড়েছে, ফলে আরও দ্রুত তা ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। একইসঙ্গে সংসদ চালু থাকায় রয়েছে নিরাপত্তাকর্মী ও সংবাদমাধ্যমের ভিড়। ফলে সব ক্ষেত্রে সামাজিক দূরত্ববিধি মেনে চলা বা জমায়েতে এড়িয়ে চলা সম্ভব হচ্ছে না।
সংসদের অধিবেশনের মেয়াদ নিয়ে এদিন বৈঠকে বসে বিজনেস অ্যাডভাইজারি কমিটি। বৈঠকে যোগ দেওয়া এক সাংসদ বলেন, “কংগ্রেস এবং অন্যান্য দলের তরফে কোভিড এবং কেন্দ্রের নয়া শিক্ষানীতি নিয়ে আলোচনার দাবি তোলা হয়েছে। এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনার দাবি জানিয়েছেন ডিএমকে নেতা টি আর বালু। অন্যদিকে জিএসটি নিয়ে আলোচনার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। তবে এই সমস্ত বিষয়গুলি কীভাবে সম্ভব হবে তা ঠিক করবেন অধ্যক্ষ।”
যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় কাজগুলো শেষ করে অধিবেশন মুলতুবি করে দেওয়ার পক্ষে সওয়াল করেন বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে যোগ দেওয়া আর এক সাংসদ। বৈঠকে যোগ দেওয়া আরও এক সাংসদ বলেন, “আমরা বিষয়টি অধ্যক্ষের উপর ছেড়ে দিয়েছি। সংসদে অধিবেশনের মেয়াদ কমিয়ে দেওয়া হবে।” তিনি জানান, “আগের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে ১৪টি বিষয় উত্থাপন করা হয়েছিল। তার মধ্যে আটটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজ ৬টি বিষয় আলোচনার জন্য দেওয়া হয়েছে।”
এদিনের বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিজেপির পিপি চৌধুরী, দর্শনা জারদশ, জগদম্বিকা পাল-সহ বিভিন্ন দলের সাংসদরা।
Comments are closed.