তৃণমূলে ফেরার ইঙ্গিত! বেসুরো প্রবীর ঘোষাল, সৌমিত্র খাঁ, ডলি রানি মণ্ডল
নিজস্ব সংবাদদাতা : তৃণমূলের সাংগঠনিক বৈঠকের আগে ক্রমেই বিজেপি ছাড়ার ইঙ্গিত প্রকাশ্যে আসতে শুরু করেছে। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়, সোনালি গুহ, সরলা মুর্মু, দীপেন্দু বিশ্বাসদের পর এবার বেসুরো তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া প্রবীর ঘোষাল, সৌমিত্র খাঁ, ডলি রানি মণ্ডল।
উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষালের অভিযোগ, মাতৃবিয়োগের পর খোঁজ নেয়নি বিজেপির কোনও নেতা। বরং ফোনে খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতাকর্মীরা। এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের সাংগঠনিক বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়ে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর বক্তব্য, ‘লকডাউন চলছে। মিটিং-মিছিল বন্ধ আছে। রাজ্য সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিয়েই আমি বৈঠকে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
অন্যদিকে জেলা তৃণমূল সভাপতিকে মালদা জেলা পরিষদের সদস্য ডলি রানি মণ্ডল তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করে জানিয়েছেন, ‘ভুল বুঝে বিজেপিতে গিয়েছিলাম। আমার এই সিদ্ধান্ত চরম ভুল ছিল। আমাকে ক্ষমা করে পুনরায় দলে ফিরিয়ে মানুষের কাজ করার সুযোগ দিন’।
Comments are closed.