মণীশ শুক্লা খুনে ১৪ দিনের সিআইডি হেফাজত ২ ধৃতের
নিজস্ব সংবাদদাতা : বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে ধৃত ২ জনের ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিল বারাকপুর আদালত। ধৃতদের নাম মহম্মদ খুররম ও গুলাব শেখ। মণীশ খুনের ঘটনায় সোমবার দুপুরেই তদন্তভার সিআইডির হাতে তুলে দেয় রাজ্য সরকার। সিসিটিভি ফুটেজ এবং সোর্স মারফর খবর পেয়ে গতকালই মহম্মদ খুররম এবং গুলাব শেখকে গ্রেফতার করে সিআইডি। সোমবার রাতেই মহম্মদ খুররম এবং গুলাব শেখকে আটক করে রাতভর জেরা করা হয়। এরপর মঙ্গলবার ২ জনকে গ্রেফতার করে গোয়েন্দারা।
পুলিশের দাবি, বারাকপুর অঞ্চলে মণীশ ও খুররমের পুরনো ব্যক্তিগত শত্রুতা ছিল। খুররমের বাবা সিপিএমের স্থানীয় নেতা ছিলেন। তিনিও খুন হয়েছিলেন। সেই খুনের ঘটনায় নাম জড়ায় মণীশ শুক্লার। প্রতিশোধ নিতেই খুররম মণীশকে খুনের পরিকল্পনা করে বলে অনুমান। মণীশ খুনে পেশাদার শ্যুটার গুলাব শেখের সাহায্য নেয় খুররম বলেই অনুমান পুলিশের।
অন্যদিকে ছেলের খুনের ঘটনায় টিটাগড় থানায় এফআইআর দায়ের করেছেন মণীশের বাবা চন্দ্রমণি শুক্লা। এফআইআরে মোট ৭ জনের নামে অভিযোগ করেছেন চন্দ্রমণি। তার মধ্যে ২ জন হল টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরী এবং বারাকপুর পুরসভার বিদায়ী পুরপ্রধান উত্তম দাস। ছেলেকে খুন করার এই ২ জনই মাস্টারমাইন্ড বলে এফআইআরে উল্লেখ করেছেন মণীশের বাবা চন্দ্রমণি শুক্লা। এছাড়াও এফআইআরে নাম রয়েছে রুনু, বাঁটুল, আরমান মণ্ডল, ভোলা প্রসাদ-এর মতো কুখ্যাত দুষ্কৃতীদের।
Comments are closed.