পেট্রোল-ডিজেলে কেন্দ্রীয় কর কমানোর আবেদন, মোদিকে চিঠি মমতার

নিজস্ব সংবাদদাতা: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে পেট্রোল-ডিজেলে কেন্দ্রীয় কর কমানোর আবেদন মুখ্যমন্ত্রীর। পাশাপাশি আগামী ১০ এবং ১১ জুলাই রাজ্যের প্রতিটি ব্লকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করছে তৃণমূল। কোভিড বিধি মেনে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরোধিতায় প্রতিটি বিধায়কদের কর্মসূচিতে উপস্থিত থাকতে বলা হয়েছে তৃণমূলের তরফে।
এদিকে জ্বালানির ছ্যাঁকায় নাজেহাল সাধারণ মানুষ। সোমবার ফের বাড়ল পেট্রোলের দাম। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোল ৯৯ টাকা ৮৪ পয়সা। ডিজেলের দাম অপরিবর্তিতই রয়েছে। কলকাতায় ডিজেল ৯২ টাকা ২৭ পয়সা। ইতিমধ্যেই কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের ২৩টির মধ্যে ১৯টি জেলায় সেঞ্চুরি পার করেছে পেট্রোল।
অন্যদিকে রাজধানী দিল্লিতেও পেট্রোলের দাম লিটারে ১০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে লিটারে ৯৯.৮৬ টাকা। দিল্লিতে ডিজেলের দাম লিটারে ৮৯.৩৬ টাকা। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ১০৫.৯৩ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০.৭৯ টাকা।
Comments are closed.