‘বিজেপি এখন ওয়াশিং মেশিন’! একুশের ভোটে নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর ঘোষণা মমতার
নিজস্ব সংবাদদাতা: সোমবার নন্দীগ্রামের সভা থেকে কেন্দ্রের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলা দখলে সাঁড়াশি আক্রমণ করলেও তৃণমূল নেত্রী যে ছাড়ার পাত্রী নন সেকথা সোমবার নন্দীগ্রামের জনসভায় স্পষ্ট ঘোষণা করলেন তিনি।নন্দীগ্রাম থেকেই ২০২১-এ জেতার পালা শুরু হল বলে জানিয়ে দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘‘নন্দীগ্রামে তৃণমূলের নতুন জন্ম হল।আমি বেঁচে থাকতে বিজেপিকে বাংলা বেচতে দেব না। আগে তো তোমরা সু্প্রকাশ গিরিকে হারাও। তারপর তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখবে।” পাশাপাশি নন্দীগ্রামের মায়েদের কাছে মমতার আবেদন, ‘ভুল করলে গালে একটা থাপ্পড় মেরো। কিন্তু মনটা ফিরিয়ে নিও না। মুখটা ফিরিয়ে নিও না।’ তিনি বলেন, ‘যতদিন থাকব, তোমাদের পাহারাদার হিসেবে থাকব। তোমরা আমাকে ঘরের মেয়ের মতো ভালবাস। এটুকুই চাই।’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর পরিবারের নাম না করে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘‘কেউ কেউ ইধার-উধার যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু, তাতে চিন্তার কিছু নেই। অনেকের কাছে প্রচুর টাকা রয়েছে তাই সেগুলো বাঁচানোর জন্য তারা বিজেপিতে যোগ দিচ্ছে। আসলে বিজেপি এখন ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে। এদিক দিয়ে কালো ঢোকালে ওদিক দিয়ে সাদা হয়ে বেরোবে। ওয়াশিং পাউডার ভাজপা। তবে এভাবে ওরা বাংলার ক্ষমতা দখল করতে পারবে না। পশ্চিম বাংলার সাধারণ মানুষ ওদের যোগ্য জবাব দেবেন।”
এদিনের ভিড়ে উপচে-পড়া সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ‘‘ভবানীপুর আমার বড় বোন আর নন্দীগ্রাম আমার মেজো বোন। আমি দুটি বিধানসভা কেন্দ্র থেকে পারলে এবার দাঁড়াব। কারণ, নন্দীগ্রামে থেকেই আমি আন্দোলনটা করব। ভবানীপুরের মানুষ দুঃখ পেতে পারে। আমি দুঃখ দেব না। যদি ম্যানেজ করতে পারি আমি দুটোতেই দাঁড়াব। কিন্তু নন্দীগ্রামে আমি দাঁড়াচ্ছিই।”
Comments are closed.