‘ট্রেন ছেড়ে দেবে, যাঁরা লাইন দিয়ে আছেন তাড়াতাড়ি চলে যান’! দলছুটদের বার্তা তৃণমূলনেত্রীর
নিজস্ব সংবাদদাতা: সোমবার হুগলির পুরশুড়ার দলবদলু এবং ইচ্ছুকদের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘যাঁরা লাইন দিয়ে আছেন তাড়াতাড়ি চলে যান৷ ট্রেন ছেড়ে দেবে৷ বাংলা আপনাদের চায় না, তৃণমূল আপনাদের চায় না৷’ পুরশুড়ার সভার শুরুতেই এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘বুথ কর্মীরাই দলের সম্পদ। তাঁরাই ভোট করে, ঝড়ে-জলে ঘুরে বেড়ায়। আজকের সভা বুথ কর্মীদের জন্য নিবেদন করলাম।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘কর্মীরাই পরিশ্রম করে নেতা হয়। বিবেকানন্দ-নেতাজি বলে গিয়েছেন কেউ গাছ থেকে পড়ে নেতা হয় না।’ এরপরই তৃণমূলনেত্রী হুঁশিয়ারি দিয়ে দলবদলুদের উদ্দেশে বলেন, ‘তৃণমূল তোমাদের টিকিট দিত না তাই ভয়ে পালিয়ে যাচ্ছ৷ যাঁরা মানুষের জন্য কাজ করেছে তাঁদের তৃণমূল টিকিট দেবে৷ যাঁরা করেনি তাঁদের দেবে না৷ যারা যাচ্ছ যাও, তৃণমূলে আর ফেরা যাবে না।’
এ দিন পুরশুড়ার সভা থেকে হুগলি জেলার ১৮টি আসনেই তৃণমূলকে জেতানোর আবেদন জানিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘আমাদের কোনও ভুল হয়ে থাকলে আমি নিজে সেটা দেখে নেব৷ আমরা ছিলাম, আমরাই থাকব। হরে কৃষ্ণ হরে রাম, বিদায় যাও বিজেপি বাম। হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল ঘরে ঘরে।’
Comments are closed.