মতুয়াদের মন জয়, হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা: বনগাঁর গোপালনগরের সভা থেকে মতুয়াদের মন জয় করার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল পাঠ্য পুস্তকে হরিচাঁদ ঠাকুর- গুরুচাঁদ ঠাকুরের জীবনী ও তাঁদের বাণী অন্তর্ভুক্তি-সহ শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, “বাউড়ি, নমঃশূদ্রদের পাশাপাশি মতুয়াদের উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছে। ইতিমধ্যে ১০ কোটি টাকাও দেওয়া হয়ে গিয়েছে। কমিটির সদস্যদের নাম পাওয়া গেলেই কাজ শুরু হবে উন্নয়ন পর্ষদের।” পাশাপাশি হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কাজ যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন গোপালনগরের সভা থেকে তৃণমূল নেত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “এনআরসি, এনপিআর করতে দেব না। আমি নিজে আমার মায়ের জন্ম তারিখ জানি না। আপনারা কোথা থেকে বলবেন। বাংলাকে গুজরাত বানানো হবে না। মতুয়ারা এদেশের নাগরিক, তাঁদের এ রাজ্যে থাকতে কাউকে নতুন করে শংসাপত্র দিতে হবে না।”
Comments are closed.