Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আজ তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা: মাত্র ৫০ অতিথির সামনে রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

- Sponsored -

আজ সকাল পৌনে ১১টায় রাজভবনের থ্রোন রুমে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথের পরই মুখ্যমন্ত্রী রওনা দেবেন নবান্নে। সেখানে কলকাতা পুলিশের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। আট মিনিটের এই অনুষ্ঠানের পরই তিনি চলে যাবেন চোদ্দো তলায় নিজের কক্ষে। এরপর রাজ্যের কোভিড পরিস্থিতি ও ভোট পরবর্তী আইনশৃঙ্খলা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এদিনের সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিদের মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস-সহ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, বিশিষ্ট চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ, ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ, সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফেলিক্স রাজ। থাকবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিদায়ী বিধানসভার বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শতাব্দী রায় এবং দেব।
এছাড়াও শপথের এই অনুষ্ঠানে থাকবেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজি পি নীরজনয়ন, কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র-সহ সাত আধিকারিক।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.