‘আমায় ওরা চেনে না, রাজনীতি দিয়েই এর জবাব দেব’! পুরশুড়া থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতার

নিজস্ব সংবাদদাতা: হুগলির পুরশুড়ায় দলীয় সভা থেকেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্মজয়ন্তীতে সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ স্লোগানের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে প্রধানমন্ত্রীর সামনেই বিদ্রুপ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী৷ কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘এত সাহস, প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন ধর্মান্ধ আমাকে টিজ করেছে। আমায় ওরা চেনে না। আমায় বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাব। আমি বন্দুকে বিশ্বাস করি না, রাজনীতিতে করি, রাজনীতি দিয়েই এর জবাব দেব।’
এদিন প্রথম থেকেই রুদ্রমূর্তিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি জেলে থাকতে রাজি, কিন্তু বিজেপির ঘরে থাকতে রাজি নই।’ পাশাপাশি বিজেপির বাংলা প্রীতি ও রুচিবোধ নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলনেত্রী আরও বলেন, ‘তুমি নেতাজি নেতাজি করলে আমি স্যালুট করতাম। কিন্তু যারা এগুলে করেছে তারা বাংলা, নেতাজিকে অপমান করেছে। তার আগে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বীরসা মুন্ডার নামে অন্য লোকের গলায় মালা পরিয়েছো।’
উল্লেখ্য, ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়ায় এক মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই অনুষ্ঠানে মমতা বক্তব্য রাখতে যাওয়া মাত্র ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয় দর্শকাসন থেকে৷ বিজেপি সমর্থকরাই এই কাণ্ড ঘটান বলে অভিযোগ৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই ঘটনার প্রতিবাদে অনুষ্ঠানে বক্তব্য না রেখে পোডিয়াম ছাড়েন৷ প্রধানমন্ত্রীর সামনেই বিষয়টি নিয়ে সরব হন তিনি৷ তবে পুরো অনুষ্ঠানেই মঞ্চে বসে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.