কেন উত্তরবঙ্গ তাঁর দিকে বিমুখ, জানতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়িতে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাকে নিয়ে আয়োজিত জনসভায় উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবির কারণ কী জানতে চেয়ে প্রশ্ন করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় আক্ষেপের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উত্তরবঙ্গে লোকসভায় একটাও আসুন পাইনি, কী অন্যায় করেছিলাম?’ দলনেত্রী আরও বলেন, ‘উত্তরবঙ্গে আমি অনেক কাজ করে দিয়েছি। তার পরেও আপনারা সবাই বিজেপিকে ভোট দিয়েছেন লোকসভায়। কিন্তু এবার বিধানসভা ভোটে আমি আপনাদের আশীর্বাদ দোয়া সবটাই চাইছি।’
পাশাপাশি পাহাড় সমতলের মধ্যে বিজেপি বিভেদ লাগিয়ে দিচ্ছে বলেও অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ভোট এলেই ওরা গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দেয়। আমি বলিনি তাই ভোট পায়নি। কিন্তু এখন ওরা বিজেপির নাটক বুঝতে পেরেছে। এই জন্য দার্জিলিংয়ের সকলকে ধন্যবাদ জানাই। পাহাড় সমতলে লড়াই লাগিয়ে লাভ হবে না। আমি চাই পাহাড় তরাই নিজেদের মতো করে ভালো থাক। আমরাই পাহাড়ের স্থায়ী সমাধান করব।’
Comments are closed.