বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা মমতার
নিজস্ব সংবাদদাতা : বুধবার অযোধ্যায় রামমন্দিরের ‘ভূমিপূজন’ অনুষ্ঠানের আগেই কৌশলে বৈচিত্রের মধ্যে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও অযোধ্যায় ভূমিপূজন শুরু হয়নি। ট্যুইটে দেশের সর্বধর্ম সমন্বয়ের কথা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান
একে অপরের ভাই-ভাই!
আমার ভারত মহান,
মহান আমার হিন্দুস্তান!আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখবো। (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 5, 2020
ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান/ একে অপরের ভাই-ভাই! আমার ভারত মহান,/মহান আমার হিন্দুস্তান!’’ ট্যুইটে মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘‘আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে এই ঐতিহ্যকে বজায় রাখব।’’
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামমন্দির বা অযোধ্যার প্রসঙ্গ তোলেননি। তবুও তাঁর ট্যুইট বার্তা থেকে পরিষ্কার উগ্র গেরুয়া রাজনীতিকদের আরও একবার ভারতবর্ষের অন্তর্নিহিত মর্মকথা চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে মনে করিয়ে দিয়েছেন। রাজনীতিতে উগ্র মেরুকরণ নিয়ে বরাবরই সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তাঁর আন্দোলনে উঠে এসেছে সর্বধর্ম সমন্বয়ের কথা। তাই অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীর এদিনের ট্যুইট যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিকমহল।
Comments are closed.