Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

নিজস্ব সংবাদদাতা : বাংলা দখলে তৃণমূল-বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই।তৃতীয়বারের মতো ফের ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথফেরত সমীক্ষা অনুযায়ী, কোনও দলই ২০০-র গণ্ডি টপকাতে পারবে না। তবে বুথ ফেরত সমীক্ষার ফলাফলে দেখা যাচ্ছে তৃণমূলকে এগিয়ে রাখা হলেও কোথাও এগিয়ে রাখা হয়েছে বিজেপিকেও। অন্যদিকে বাম, কংগ্রেস এবং আইএসএফের জোট কার্যত ধূলিস্যাত হয়ে যাচ্ছে।

তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানিয়েছে সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষা। সি-ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ১৫২ থেকে ১৬৪ আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে পারে ১০৯-১২১ টি আসন, বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৪-২৫টি আসন। শতাংশের বিচারে তৃণমূল পেতে পারে ৪২ শতাংশ ভোট, বিজেপি পেতে পারে ৩৯ শতাংশ ভোট। সংযুক্ত মোর্চা ১৫ শতাংশ ও অন্যান্যরা ৪ শতাংশ ভোট পেতে পারে।

- Sponsored -

এবিপি-সিএনএক্সের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত রাজ্যে ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে সরকার গড়তে চলেছে তৃণমূল, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন। সিএনএন নিউজ১৮-এর সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল, পেতে পারে ১৬২ আসন। বিজেপি পেতে পারে ১১৫ আসন। জোট পেতে পারে ১৫ আসন।

পি মার্কসের বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২ আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২ আসন। জোট পেতে পারে ১০ থেকে ২০ আসন। এনটিডিভির সমীক্ষা অনুসারে, রাজ্যে ফের সরকার গড়তে চলেছে তৃণমূল। বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে, তৃণমূল পেতে পারে ১৬৪ থেকে ১৭৪ আসন, বিজেপি পেতে পারে ১০৫ থেকে ১১৫। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ১৫টি আসন।

এর পাশাপাশি ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথ ফেরত সমীক্ষা বলছে, বাংলায় ভোটে তৃণমূল পেতে পারে ১৩০-১৫৬টি আসন। এই সমীক্ষা বিজেপি পেতে পারে-১৩৪-১৬০টি আসন। জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১০৪ থেকে ১২১ আসন। বিজেপি পেতে পারে ১৬২ থেকে ১৮৫ আসন। জোট পেতে পারে ৩-৯টি আসন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.