‘বাংলায় শান্তি বজায় রাখুন’, মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা : বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় কাঁটায় সকাল ১০টা ৪৫ মিনিটে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকর। শপথবাক্য পাঠ করেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় শান্তি বজায় রাখুন। বাংলা হিংসা পছন্দ করে না। সবাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। না হলে কড়া হাতে পদক্ষেপ নেওয়া হবে। গত কয়েক মাস রাজ্য প্রশাসন ভোটের কারণে কমিশনের নির্দেশে চলছিল। ফলে পুরো ব্যবস্থাটাই কার্যত ভেঙে পড়েছে। আজই প্রয়োজন মতো প্রশানিক রদবদল করব।’ পাশাপাশি করোনা মোকাবিলাই যে তাঁর প্রথম লক্ষ্য, শপথ নেওয়ার পর বললেন মুখ্যমন্ত্রী। এরপর রাজভবন থেকে সোজা নবান্নে চলে আসেন মুখ্যমন্ত্রী। সেখানে কলকাতা পুলিশের তরফে দেওয়া হয় গার্ড অফ অনার। তারপর সোজা নবান্নর ১৪ তলায় মুখ্যমন্ত্রী তাঁর অফিসে পৌঁছে যান। পরে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক করেন তিনি।
এদিন ১০ টা ১৫ নাগাদ রাজভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান সস্ত্রীক রাজ্যপাল। কোভিড পরিস্থিতিতে রাজভবনে এদিনের অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, দেব, শতাব্দী রায়, পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন প্রশান্ত কিশোরও।
Comments are closed.