পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি! ই-স্কুটারে করে নবান্নে এসে অভিনব প্রতিবাদ মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে অভিনব প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে ই-স্কুটারে করে নবান্নের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বাইক-চালক পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
নবান্নে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যেভাবে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না। পেট্রোল ডিজেল-এর দাম বাড়লে রান্নাঘরে আগুন লাগে। সাধারণ মানুষ যে অসহায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যে ভাবে দাম বাড়ছে তা ভয়াবহ।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘একটা বাড়িতে মানুষের ২টো গ্যাস কমপক্ষে লাগে। দুটো গ্যাসের দামই যদি ১৬৫০ টাকা হয় তাহলে সে বাজার করবে কী, খাবে কী, ছেলে মেয়ের পড়াশুনো চালাবে কী করে, রাস্তায় যাতায়াত করবে কী করে?’
পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ই-স্কুটার চড়ে নবান্নে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় pic.twitter.com/JNraRcYZ1C
— Bengal Fast (@bengal_fast) February 25, 2021
অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই অভিনব প্রতিবাদকে ‘নাটক’বলে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ‘উনি স্কুটারও চালাতে পারেন না, সরকারও চালাতে পারেন না। পেট্রোপণ্যের দাম সারা ভারতেই বেড়েছে। সেখানকার মানুষের আয় বৃদ্ধি হওয়ায় তাদের তেমন সমস্যা হয়নি। পশ্চিমবঙ্গের মানুষের আয় বাড়েনি বলে এত সমস্যা হচ্ছে। বাংলার মানুষকে গরিব করে রেখেছে ওনার সরকার।’
Comments are closed.