‘আমি ক্যাডার, স্ট্রিট ফাইটার। ক্যাডার হয়েই কাজ করে যাব’, সনিয়ার সঙ্গে বৈঠকের পর বললেন মমতা
নিজস্ব সংবাদদাতা : ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে হলে বিরোধীদের একজোট হতে হবে। নয়াদিল্লিতে ১০ জনপথে সনিয়া গান্ধির বাসভবনে বৈঠক করে বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তৃণমূল নেত্রী বলেন, ‘রাহুল গান্ধির উপস্থিতিতে সনিয়াজির সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে। বিরোধীদের ঐক্য হওয়াটা খুবই জরুরি। বিরোধী জোট নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া পেগাসাস, করোনা ভাইরাস নিয়ে আলোচনা করেছি। ভালো বৈঠক হয়েছে। ইতিবাচক বৈঠক হয়েছে। আমার আশা যে ভবিষ্যতে ইতিবাচক ফলাফল মিলবে।’
Today, @MamataOfficial met with Smt. Sonia Gandhi at New Delhi. pic.twitter.com/knauoWEpDS
— All India Trinamool Congress (@AITCofficial) July 28, 2021
আগামী লোকসভায় বিরোধীদের মুখ কে? সাংবাদিকদের করা প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একা আমি কিচ্ছু নই। বিজেপিকে হারানোর জন্য সবাই একসঙ্গে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জ্যোতিষী নই। এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। অন্য কেউ জোটের নেতৃত্ব দিলে আমার কোনও আপত্তি নেই। আমি থোড়াই লিডার নাকি, আমি তো ক্যাডার, আমি স্ট্রিট ফাইটার। ক্যাডার হয়েই কাজ করে যাব।’
Comments are closed.