পার্শ্বশিক্ষকদের বেতন সমস্যার সমাধানে বাজেটে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা: পার্শ্ব শিক্ষকদের বেতন প্রসঙ্গে বাজেটে খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার অন্তবর্তী বাজেটে মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব দিয়ে বলেন, ‘প্রতি বছর ৩ শতাংশ হারে বাড়বে বেতন। অবসরের সময় এককালীন ৩ লক্ষ টাকা এক্স গ্রাসিয়া পাবেন তাঁরা। ‘
এদিনের অর্থ বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তপশিলি জাতি তপশিলী উপজাতিদের জন্য নতুন ১০০ টি ইংরেজি মাধ্যম স্কুল তৈরির কথা ঘোষণা করেন। মূলত আগামী তিন বছরে এই স্কুল গুলি গঠন করা হবে বলেই এই দিনের বাজেটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়,অলচিকি ভাষাতে ও রাজ্যজুড়ে ৫০০ টি নতুন স্কুল তৈরি করা হবে। এবং এই ৫০০ টি নতুন স্কুল তৈরির জন্য মোট ১৫০০ পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে অলচিকি ভাষায় শিক্ষকতা করানোর জন্য। আগামী পাঁচ বছরের জন্য এই প্রকল্প ঘোষণা করা হয়েছে বলেই এদিনের বাজেটে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু অলচিকি ভাষা নয়, নেপালি,হিন্দি,উর্দু, কামতাপুরী এবং কুড়মালি ভাষাতেও রাজ্যে একশটি নতুন স্কুল তৈরির কথা এদিনের বাজেট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ।
Comments are closed.