‘খেলা হবে, ভাঙা পা নিয়েই খেলা হবে’, হুঁশিয়ারি মমতার

নিজস্ব সংবাদদাতা : কলকাতায় গান্ধিমূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত হুইল চেয়ারে বসে মিছিলের নেতৃত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে রাজপথে নেমে মমতা বলেন, ‘‘আহত বাঘ আরও সাংঘাতিক। আমার জীবনটা মার খেয়েই এগিয়েছে। কিন্তু মাথা নত করিনি। এবারও করব না। ভোটের আর বেশি দিন বাকি নেই। তাই শরীরে ব্যথা থাকলেও আমাকে বেরোতেই হবে। আসলে শরীরে থেকে মনের ব্যথা আমার অনেক বেশি। আমি তাই হুইলচেয়ারে বসেই সারা বাংলা ঘুরব। খেলা হবে, ভাঙা পা নিয়েই খেলা হবে।”
মমতার ‘খেলা হবে, ভাঙা পা নিয়েই খেলা হবে’ বার্তা পাওয়ার পরেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। কর্মী-সমর্থকদের মাথা না নোয়ানোর বার্তাও দিয়েছেন মমতা।
এদিন হাজরার সভা থেকে তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘‘বাংলাকে ঘিরে চক্রান্ত চলছে। অশুভ শক্তির বিনাশ চাই। সে জন্যই আমাকে বেরতে হবে।’’
Comments are closed.