Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘অপশাসনের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন মমতা’, সাংবাদিক বৈঠকে বললেন জয়া বচ্চন

নিজস্ব সংবাদদাতা : মিঠুন চক্রবর্তীর পর বাংলার ভোট প্রচারে এলেন জয়া বচ্চন। তবে বিগ-বি ঘরণী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। মমতা একনায়কতন্ত্রের বিরুদ্ধে একা লড়াই চালাচ্ছেন বলে এদিন ভোট আবহে দাবি করেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। তৃণমূল ভবনে একদিকে দোলা সেন ও অন্য দিকে পূর্ণেন্দু বসুকে বসিয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘আমার গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্র কেউ ছিনিয়ে নিতে পারবে না। বাঙালিদের ভয় দেখিয়ে কেউ সাফল্য পায়নি। এটা আপনাদের চিন্তা করতে হবে। ভাবতে হবে। এক মহিলা লড়াই করছেন। ওঁর মাথা ফাটিয়ে, পা ভেঙেও থামাতে পারেনি বিরোধীরা। ভাঙতে পারেনি হৃদয়। তারপরও তিনি অপশাসনের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। আমি জানি যে কাজটা উনি করতে চান, তা সম্পূর্ণ করবেন। মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদের বলব লজ্জা লজ্জা।’

- Sponsored -

মমতা প্রসঙ্গে জয়া বচ্চন আরও বলেন, ‘আমার ধর্মকে আমি অপহরণ করতে দেব না। আমার গণতন্ত্রকে অপহরণ করতে দেব না। মমতা একজন মহিলা, যিনি সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে একা লড়াই করছেন। মহিলাদের জন্য নিরাপদতম রাজ্য পশ্চিমবঙ্গ। সেটা তৈরি করেছেন মমতা।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের হয়ে সাংবাদিক বৈঠকে জয়া বচ্চন বলেন, ‘আমার নাম জয়া বচ্চন, বিয়ের আগে নাম ছিল জয়া ভাদুড়ি৷ আমরা প্রবাসী বাঙালি, কিন্তু বাঙালি৷ এখানে অভিনয় করতে আসিনি, আমার নেতা অখিলেশ যাদব আমাকে বললেন তৃণমূলকে সমর্থন জানাতে এখানে আসার জন্য৷ এই দায়িত্ব পেয়ে আমি খুব খুশি৷’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.