দক্ষিণ কলকাতায় ১৭টি দুর্গা প্রতিমার উদ্বোধন মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুভাশিস মণ্ডল
ব্যস্ত সময়ের মাঝেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে এদিন দক্ষিণ কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করলেন তিনি। একই সঙ্গে সাদা ক্যানভাসে রঙ-তুলি নিয়ে আঁকলেন ছবিও।
মুখ্যমন্ত্রী এদিন সেলিমপুর, বাবুবাগান, যোধপুর পার্ক ৯৫ পল্লি, যোধপুর পার্ক, একডালিয়া এভারগ্রিন ক্লাব, ফাল্গুনী সংঘ, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক, সমাজসেবী সংঘ, শিব মন্দির, মুদিয়ালী ক্লাব, ৬৬ পল্লি, বাদামতলা আষাঢ় সংঘ, সংঘশ্রী, মুক্তদল এবং ত্রিধারার প্রতিমা উদ্বোধন করেন।
করোনা আবহে স্বাস্থ্যবিধি ও গাইডলাইন মেনে সবকটি পুজো মণ্ডপের উদ্যোক্তারাই এদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। চলতি বছরের পুজোয় ৫০ হাজার টাকা করে সরকারি অনুদান বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুদান মানবকল্যাণে ব্যবহার করা হবে।
১৭টি পুজোর উদ্বোধনের পর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মা দুর্গার আগমনে বাংলার ঘরে ঘরে মঙ্গলালোক জ্বলে উঠুক। বাংলার প্রতিটি মানুষের মুখের হাসিতে ভরে যাক ভোরের শিউলি। কাশফুলের দোলায় উৎসবের আনন্দে দুলে উঠেছে সকলের হৃদয়। করোনা পরিস্থিতিতে সবরকম সতর্কতা অবলম্বন করে আসুন বাংলার মঙ্গলকামনা করি।’
Comments are closed.