Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘রান্না ঘরে আগুন লাগালে মা-বোনেরা ছেড়ে কথা বলবেন না’, মোদিকে তোপ মমতার

নিজস্ব সংবাদদাতা : রান্নার গ্যাস-জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনজোয়ারে ভাসল শিলিগুড়ি। এদিন দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোড ধরে হাসমিচক পর্যন্ত মিছিলে কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মমতার সঙ্গে মিছিলে হাঁটলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, গৌতম দেবরা। মিছিল শেষে শিলিগুড়ির হাসমি চকে একটি সভাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

- Sponsored -

ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ‘আসল পরিবর্তনে’র ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রসঙ্গে মোদিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলায় পরিবর্তন করতে পারবেন না। এ রাজ্যে তৃণমূল সরকারই থাকবে। তার আগে দিল্লিতে পরিবর্তন হয়ে যাবে।’ মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী রাজ্যে শুধু কুৎসা করতে আসেন। ব্রিগেডে বাংলা নিয়ে কথা বলার আগে ওঁর উচিত রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে জবাব দেওয়া। ৯০০ টাকা দিয়ে কেন গ্যাস কিনতে হচ্ছে? কেন গ্যাসের দাম বাড়ছে? পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে? মোদিকে আগে সেই জবাব দিতে হবে। রান্না ঘরে আগুন লাগালে মা-বোনেরা ছেড়ে কথা বলবেন না।’ মমতা আরও বলেন, ‘বাংলায় বিনামূল্যে চাল দেওয়া হয়। আর ফোটাতে গেলে ৯০০ টাকা। নরেন্দ্র মোদি আপনার দাম কত টাকা, এবার জিজ্ঞাসা করুন।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তোলাবাজি-সিন্ডিকেট নিয়েও মোদিকে আক্রমণ করেন। সরাসরি প্রধানমন্ত্রীকে টার্গেট করে মমতা বলেন, ‘বাংলায় এসে শুধু বলেন তোলাবাজি। সবথেকে বড় তোলাবাজ তো আপনি। সিন্ডিকেট! সিন্ডিকেট কী? ভারত শুধু একটাই সিন্ডিকেট জানে, সেটা হল নরেন্দ্র মোদি-অমিত শাহ সিন্ডিকেট। এছাড়া আর কোনও সিন্ডিকেট নেই।’ এরপর তোপ দেগে তিনি আরও বলেন, ‘সেইল বিক্রিতে কত? একটা গরিব লোক তোলাবাজি করলে পাঁচ টাকা, ১০ টাকা, ৫০০ টাকা, আর আপনারা করলে আপনার আদানি বন্ধু, আপনারা করলে কত? রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়, সেইল বিক্রি করল কত? এয়ার ইন্ডিয়া বিক্রি করল কত হয়? কোল ইন্ডিয়া বিক্রি করল কত হয়? উজ্জ্বলা গ্যাস, কোথায় গেল উজ্জ্বলা? ক্যাগের রিপোর্টেও বলা হয়েছে যে উজ্জ্বলায় দুর্নীতি হয়েছে। উজ্জ্বলায় আপনার লোকেরা সব খেয়ে নিয়েছেন। গরমিল করেছেন। শুধু তোলাবাজি করেননি, কোটি কোটি টাকা খেয়ে নিয়েছেন।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.