ঘরে থাকতে নারাজ! হুইল চেয়ারে চড়ে সোমবারই জঙ্গলমহলে প্রচারে মমতা

নিজস্ব সংবাদদাতা : সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে প্লাস্টার থাকলেও থামতে নারাজ তৃণমূল সুপ্রিমো। জখম পায়ে প্লাস্টার নিয়েই হুইল চেয়ারে চড়ে প্রচার সারবেন জননেত্রী। ১৫ মার্চ জঙ্গলমহলের পুরুলিয়া জেলার বাঘমুণ্ডি ও বলরামপুরে জনসভা করবেন মমতা। ১৬ মার্চ বাঁকুড়ার শালতোড়া, ছাতনা এবং রায়পুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। এরপর ১৭ মার্চ ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ও লালগড়ে দুটো জনসভা করবেন তিনি। ইতিমধ্যেই মঞ্চ তৈরির কাজে নিযুক্ত ডেকরেটিং সংস্থাকে র্যাম্প তৈরির নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। যাতে করে মুখ্যমন্ত্রী হুইল চেয়ার সহজেই মঞ্চে ওঠা-নামা করা যায়।
এদিকে একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ হচ্ছে রবিবার ‘নন্দীগ্রাম দিবস’-এ। ১৪ মার্চ কালীঘাটের বাড়ি থেকে ইস্তেহার প্রকাশ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.