Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভবানীপুর বেছে নিল নিজের মেয়েকেই, নিজের জয়ের রেকর্ড ভেঙে অনন্য নজির মমতার

নিজস্ব সংবাদদাতা : ভবানীপুরে সুপার সাইক্লোন। উপনির্বাচনে একপেশে লড়াইয়ে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জয়ী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ঝড়ে কার্যত উড়ে গেলেন বিরোধীরা। পাশাপাশি ভবানীপুরে জয়ের হ্যাটট্রিকও করলেন মমতা। জয়ের খবর আসার আগে থেকেই কালীঘাটে বাঁধভাঙা উচ্ছ্বাস শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। একইসঙ্গে রাজ্যের সব প্রান্তে চলছে আবির খেলা, বাজি ফাটানো।

তৃণমূল সুপ্রিমো যেমন নিজের জয়ের রেকর্ড ভেঙেছেন, তেমনই ভবানীপুরের সব ওয়ার্ডেই জিতেছেন তিনি। অভূতপূর্ব এই জয়ের জন্য ভবানীপুরের মানুষের কাছে কৃতজ্ঞতাও স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী। ২০১১-র রেকর্ডকে টপকে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১-য় ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩। আর সদ্য ২০২১-এর ভোটে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের ব্যবধান দ্বিগুণ টপকে গেলেন তিনি। কালীঘাটে জয়ের ঠিক পরেই সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘একটি ওয়ার্ডেও কম ভোট পাইনি। সমস্ত ভাষার মানুষ আমাকে ভোট দিয়েছেন। সব ক’টি ওয়ার্ডে বেশি ভোট পেয়েছি। ভবানীপুরের মানুষ গোটা দেশকে দেখিয়ে দিল বাংলা কাকে চায়।’

- Sponsored -

অন্যদিকে, তিনটি আঙুল তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি জয়লাভ করার পর ভিকট্রি দেখাতে দুটো আঙুল দেখাব না। আমি দেখাব তিনটি আঙুল। কারণ আমার সামশেরগঞ্জ আর জঙ্গিপুরও আছে। সেখানেও আমরা জয়লাভ করছি। আমি স্বার্থপর নই। তাই আমি তিনটি আঙুল দেখালাম।’ পাশাপাশি বিপুল জয়ের পর কর্মী সমর্থকদের সংযত থাকার আবেদন জানান তৃণমূল নেত্রী। জানিয়ে দেন, ‘কোনও রকম বিজয় মিছিল নয়। আনন্দ না করে আমরা বন্যাদুর্গতদের সেবায় যেন নিয়োজিত হই।’

একইসঙ্গে শান্তিপুর, গোসাবা, দিনহাটা, খড়দা উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, দিনহাটায় উদয়ন গুহ এবং গোসাবায় সুব্রত মণ্ডলের নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.