‘বিজেপি বহিরাগত গুন্ডাদের পার্টি’! পাথরপ্রতিমায় আক্রমণাত্মক মমতা

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার দক্ষিণ ২৪পরগনা জেলার পাথরপ্রতিমার জনসভা থেকে নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আমফান ঘূর্ণিঝড়ের সময় আর্থিক সাহায্য, রাজ্যের প্রতি বিমাতৃসুলভ আচরণ-সহ বিভিন্ন ইস্যুতে বিঁধলেন কেন্দ্র সরকারকে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘বুলবুলের সময় ২০ লক্ষ মানুষের ক্ষতি হয়েছে। দুর্গত মানুষদের জন্য কোনও সাহায্য করেনি কেন্দ্র। নরেন্দ্র মোদি একদিন ঢং করে দেখতে এল। বলল, ১ হাজার কোটি টাকা দেব। ওটা রাজ্য সরকারের প্রাপ্ত টাকা। এক পয়সাও দেয়নি। মাছের তেলে মাছ ভাজা। আমরা আমফানের জন্য ৭ হাজার কোটি টাকা দিয়েছি। ২১ লক্ষ বাড়ি তৈরির জন্য ২০০০ কোটি টাকা দিয়েছে রাজ্য।’ পাশাপাশি পিএম কেয়ার্সের নামে টাকা তুলছে বিজেপি বলেও তোপ দাগেন মমতা। তাঁর অভিযোগ, ‘তুমি খুনিদের রাজা। খুনিদের জমিদার, ডাকাতদের জমিদার, সব টাকা খেয়ে নিয়েছ। কোথায় গেল পিএম কেয়ার্সের টাকা? কেউ পায়নি। রেল বিক্রি করছ। সেল বিক্রি করছ।’
এদিন বিজেপিকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমি বিজেপির মতো দাঙ্গাবাজ নই, ধান্দাবাজ নই। এই নির্বাচনটা দিল্লির নয়, এটা বাংলার। বিজেপি বহিরাগত গুন্ডাদের পার্টি। কিছু বহিরাগত গুন্ডারা বাইরে থেকে এসেছে। জঞ্জালের পার্টি। এনপিআরের পার্টি।’
এরপরই আরও আক্রমণাত্মক হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রয়্যাল বেঙ্গল টাইগার হারতে জানে না। বিজেপিকে ইঁদুরে পরিণত করবে। খেলা হবে, দেখা হবে, জেতা হবে।’
Comments are closed.