Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘লকেট তো রোজভ্যালির গলার লকেট’! চুঁচুড়ায় নির্বাচনী সভায় বললেন মমতা

নিজস্ব সংবাদদাতা : তৃতীয় দফার ভোটের আগের দিন চুঁচুড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া ও ভাঙড়ে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির চুঁচুড়ার নির্বাচনী সভা থেকে লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি কাণ্ডে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িয়ে দিলেন মমতা। তিনি বলেন, লকেট তো রোজভ্যালির গলার লকেট। হুগলির মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি যদি এতই ভাল দল হয়, তাহলে স্থানীয় প্রার্থী খুঁজে পেল না বিজেপি। বিজেপি-র প্রার্থী নেই। তাই সাংসদকে প্রার্থী করেছে। এরপর পুরভোট, পঞ্চায়েত ভোটে দাঁড়াবে। আমি তো ওদের কীর্তিকলাপ সব জানি। আমাদের দলকে সারদা-নারদা বলে। আর সারদা-নারদার সবচেয়ে কোলের বাচ্চা হচ্ছে ওরা… লকেট তো রোজভ্যালিদের গলার লকেট। সব জানি। ওদের বিরুদ্ধে কিছু হয় না। ও তো জিতবে না। টাকার জন্য, বিজেপির হয়ে দাঁড়িয়েছে।’

- Sponsored -

পাশাপাশি তৃণমূল সুপ্রিমো বিজেপিকে সরাসরি আক্রমণ করে বলেন, ‘গুজরাতিরা বাংলার শাসন করবে না, বাঙালিরাই করবে। বিজেপির মণ্ডলরা ঠিক করে দিচ্ছে নির্বাচনের দিন। কেন ৮টি দফায় নির্বাচন? ২ দফাতেই নির্বাচন হয়ে যায়। কী চায় বিজেপি? কোভিড হয়েছে বলে বিজেপি বন্ধ করতে চাইবে! এসব চলবে না। ভোট যখন শুরু হয়েছে, শেষ করতে হবে। জেসপ, ডানলপের কথা বলেছিলাম কেন্দ্রকে। প্রয়োজনে রাজ্য কারখানা অধিগ্রহণ করবে। কেন্দ্র কানেও শোনে না, চোখেও দেখে না। জেসপের মালিক বিজেপি হয়ে গিয়েছে। জেসপের মালিকের বিরুদ্ধে কিছু করে না।’‌

এদিকে তাঁর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি সাংসদ মমতাকে চ্যালেঞ্জ করে বলেন, ‘দুর্নীতি প্রমাণ করুন আগে। হেরে যাওয়ার ভয়ে এসব বলছেন। মহিলা হয়ে আরেকজন মহিলাকে দুর্নীতির সঙ্গে জড়াচ্ছেন। বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.