‘টাকা বিলোনো ধরতে পারলেই পুরস্কার-চাকরি মিলবে,’ চমকপ্রদ ঘোষণা মমতার
নিজস্ব প্রতিনিধি : বাইরে থেকে লোক ঢোকাচ্ছে বিজেপি। সাম্প্রতিককালে প্রায় প্রতিটি সভাতেই এমন অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাঁকুড়ায় প্রচারে গিয়ে মমতার চমকপ্রদ ঘোষণা ‘বিজেপি টাকা বিলোচ্ছে, সতর্ক থাকুন। এই টাকা বিলোনো ধরতে পারলেই পুরস্কার-চাকরি মিলবে।’ যদিও রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু থাকাকালীন মুখ্যমন্ত্রী এমন প্রতিশ্রুতি দিতে পারেন কিনা, তা নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি।
এদিন বিজেপিকে আক্রমণের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও সরাসরি নিশানা করেন মমতা। বিষ্ণুপুরের সভামঞ্চ থেকে ‘দেশের এক নম্বর মিথ্যাবাদী’ বলে মোদির উদ্দেশে তোপ দাগেন নেত্রী। বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করতাম, এখনও করি। কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী, সেই নরেন্দ্র মোদি মিথ্যে ছাড়া আর কিছু বলতেই পারেন না। মোদির মতো এত বড় একটা মিথ্যেবাদী আমি জীবনে দেখিনি।’
বুধবারই কাঁথির সভা থেকে নরেন্দ্র মোদি বলেন, ‘কোনও ভারতবাসীই এই রাজ্যে বহিরাগত নয়।’ প্রধানমন্ত্রীকে পাল্টা জবাব দিতে বিষ্ণুপুরের সভা থেকে মমতার বার্তা, ‘যাঁরা বাংলায় থাকেন, তিনি রাজস্থানী, গুজরাতি হোন বা যাই হোন না কেন, তাঁকে আমরা বহিরাগত বলিনা। যাঁরা শুধু ভোটের আগে আসে। তাঁদের বহিরাগত বলি।’ একইসঙ্গে বিষ্ণপুর, ওন্দা ও বাঁকুড়ার প্রচারমঞ্চ থেকে গ্যাসের দাম-সহ কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা। বিজেপির দেওয়া উন্নয়নে প্রতিশ্রুতিকে সামনে রেখে নেত্রীর তোপ, ‘এখন ভোট এসছে বলে সপ্তম পে কমিশনের কথা বলে বেড়াচ্ছে বিজেপি নেতারা।
এদিকে ত্রিপুরায় প্রভিডেন্ট ফান্ড তুলে দিয়েছে। একটার পর একটা সরকারি সংস্থার বেচে দিচ্ছে। ব্যাঙ্কের বেসরকারিকরণ হচ্ছে।’ বিজেপির পাশাপাশি বুধবার পরোক্ষভাবে অধিকারী পরিবারকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.