Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

Mamata Banerjee at Independence Day Programme ‘অনুব্রতকে গ্রেফতার করলেন কেন?’ প্রতিহিংসার রাজনীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা: গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। এবার বেহালার ম্যানটনে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গ্রেফতার নিয়ে ক্ষোভ উগরে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রতর পাশে দাঁড়িয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। প্রশ্ন করলেন, ‘অনুব্রতকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট?’

এদিন প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরশু কেষ্টকে গ্রেফতার করা হল, কী করেছিল ও? ইলেকশনে তো ওকে ঘরবন্দি করে রাখা হয়েছিল। একটা ইলেকশনে ওকে বেরতে দেয়নি। কিন্তু কেষ্টকে আটকালে কী হবে? ছেলেটা গত দু’বছর খুব কষ্ট পেয়েছে। ওর স্ত্রী, তার আগে মা মারা গেছে। আমি ওকে এমপি, এমএলএ হতে বললেও ও বলত হব না।’

- Sponsored -

একইসঙ্গে তিনি আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেষ্টরা ভয় করে না। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় তৈরি হবে।’ মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “কাল যদি আমার বাড়িতে সিবিআই যায় আপনারা কী করবেন? রাস্তায় নামবেন তো? গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবেন তো?” তারপরেই বলেন, ‘আমারটা আমি একাই লড়ে নেব, কিন্তু আপনাদেরটা আপনাদের বুঝে নিতে হবে।’

অনুষ্ঠান মঞ্চ থেকে গরুপাচার কাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গরুপাচারের এত অভিযোগ। গরু তো আসে উত্তরপ্রদেশ থেকে। আমি তো বলেছি বর্ডার থেকে ঢুকতে দেব না। তারপরও কেন বর্ডার থেকে প্রবেশ করতে দেওয়া হয়? সেখানে তো থাকে বিএসএফ। দায়িত্ব তো অমিত শাহের। শুধু বাংলাকে দোষ দিলে, আর তৃণমূল নেতাদের বাড়িতে রাতে লোক পাঠালেই হবে না।’

Mamata Banerjee at Independence Day Programme

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.