‘কিসান সম্মান নিধি’ প্রকল্পে সায় মমতা বন্দ্যোপাধ্যায়ের
নিজস্ব সংবাদদাতা: ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি’ প্রকল্পতে সম্মতি দিল রাজ্য সরকার। রাজ্যের সম্মতির কথা সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ‘কিসান সম্মান নিধি’ প্রকল্প বাস্তবায়ণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে চাপানউতোর চলছিল।
কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘কিসান সম্মান নিধি’ প্রকল্পে দেশের ৯ কোটি মানুষ বছরের ১৪ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেয়েছেন। কিন্তু বাংলার চাষিরা এর থেকে বঞ্চিত হচ্ছেন রাজনৈতিক কারণে। এ রাজ্যের প্রায় প্রায় সাড়ে ২১ লক্ষ কৃষক অনলাইনে কেন্দ্রীয় কৃষক সহায়তা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী। কেন্দ্রের প্রকল্পের বিরোধিতা করার জন্য সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানান, ‘কিসান সম্মান নিধি প্রকল্পে কেন্দ্র আসলে রাজ্যকে গুরুত্বই দিতে চাইছে না। সেই কারণে তাঁরাই সরাসরি সব কিছু করতে চায়। শুনেছি, কৃষকদের তথ্য রাখতে কেন্দ্র একটি আলাদা পোর্টাল তৈরি করেছে। কিন্তু সে বিষয়ে রাজ্য কিছু জানে না। কিন্তু বাংলা ওদের কাছে অচ্ছুত হতে পারে। তবে, কৃষকরা আমার কাছে সবার আগে। তাই তাঁদের জন্য আমরা সব তথ্য ভেরিফাই করে দেব। কৃষকদের নিয়ে রাজনীতি চাই না। আমরা কৃষক বন্ধু প্রকল্প করেছি। সব কৃষক সেই টাকা পান। কেউ যদি এরপরও কেন্দ্রেরও পান, তাহলে কিসের অসুবিধা।’
Comments are closed.