পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু ঘিরে উত্তপ্ত মল্লারপুর, ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি

নিজস্ব সংবাদদাতা : পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু ঘিরে ধুন্ধুমার বীরভূমের মল্লারপুরে। টায়ার জ্বালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ। বিজেপির দাবি মৃত নাবালক শুভ মেহেনা তাদের এক সমর্থকের ছেলে। পরিবার ও বিজেপির অভিযোগ, হেফাজতে থাকাকালীন পুলিশি অত্যাচারেই মৃত্যু হয়েছে নাবালকের। যদিও পুলিশের দাবি, রাতে শৌচাগারে আত্মঘাতী হয়েছেন কিশোর।
এদিকে, মল্লারপুর থানার ওসির শাস্তির দাবিতে আজ রাত ৯টায় থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে যুব মোর্চা। ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেবেন রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। এছাড়াও শনিবার ১২ ঘণ্টার মল্লারপুর বনধ ডেকেছে বিজেপি। উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ।
সপ্তমীর দিন মোবাইল চুরির অভিযোগে মল্লারপুরের বারুইপাড়ার বাসিন্দা শুভ মেহেনাকে আটক করে পুলিশ। রাতে থানাতেই থাকে সে। সেই থেকে থানাতেই থাকে সে। আজ পরিবারকে খবর দেওয়া হয় শুভ মারা গেছে। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে মল্লারপুর। পরিবারের অভিযোগ, লকআপে অত্যাচার করে মেরে ফেলা হয়েছে শুভ মেহেনাকে। এদিকে পিটিয়ে মারার কথা অস্বীকার করেছে পুলিশ। শৌচাগারে গিয়ে বেরিয়ে না আসায় দরজা ভাঙা হলে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন শুভ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, ‘ময়না তদন্তের পাশাপাশি ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে।’
Comments are closed.