Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

টি-২০ ক্রিকেটের কিং নির্বাচিত ধোনি

অমিয় রায়

চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংস ও তার অধিনায়ক ধোনির কাছে প্রত্যাশিত সাফল্য না পাওয়া গেলেও,তিনি যে সবার শীর্ষে তা আবারও প্রমাণ করে দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাহি। টি-২০ ক্রিকেটের কিং নির্বাচিত হলেন তিনি। সদ্য অনলাইন সার্ভে করা হয়, দেশের মধ্যে সর্বপ্রথম অনলাইন স্পোর্টস রেডিও চ্যানেল Sports Flashes-এর পক্ষ থেকে।

- Sponsored -

বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ১২ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন এই সার্ভেতে। বিশ্বের বিভিন্ন দেশের ১২৮ জন তাবড়-তাবড় ক্রিকেটারকে নিয়ে এই সার্ভে করা হয়। ক্রিকেটারদের অতীতের সাফল্যের পরিসংখ্যান এবং আইপিএলে তাঁদের ভূমিকা ও পারর্ফমেন্স নিয়ে সমীক্ষা চালানো হয়। ৩২ দিন ধরে চলে এই সমীক্ষা। ১২৮ জন ক্রিকেটারদের মধ্যে ৪ জন ক্রিকেটারকে সর্বাধিক ভোট দিয়ে বেছে নেন সমর্থকরা। এই চারজনের মধ্যে প্রথম সেমিফাইনাল হয় ধোনি ও যুবরাজের মধ্যে। দ্বিতীয় সেমিফাইনাল হয় হিটম্যান রোহিত শর্মা ও ভারত অধিনায়ক বিরাট কোহলির মধ্যে। সেখান থেকে সর্বাধিক সমর্থন পেয়ে ফাইনালে ওঠেন ধোনি ও কোহলি। এই দুজনের মধ্যে সমীক্ষায় Sports Flashes-এর শ্রোতারা টি ২০-র কিং হিসেবে বেছে নেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.