রাজভবনের সামনে বাংলা ভাগের প্রতিবাদ ম্যাজিশিয়ানের, পরে আটক
নিজস্ব সংবাদদাতা : ম্যাজিকের মাধ্যমে বাংলা ভাগের প্রতিবাদ। উত্তরবঙ্গকে কোনওভাবেই আলাদা করা যাবে না। রাজভবনের মেন গেটের সামনে অভিনব প্রতিবাদে ম্যাজিশিয়ান সোমেন দে। তবে রাজভবন চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় ম্যাজিসিয়ান এবং তাঁর কন্যা তিতলি দে-কে আটক করে পুলিশ। তাঁদের হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়। ম্যাজিশিয়ান সোমেন দে জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনওই বাংলাকে ভাগ করতে দেবেন না। রাজভবনের সামনে রাজ্যপালকে বার্তা দিতেই এ ধরনের ম্যাজিকের মাধ্যমে কর্মসূচি নেওয়া হয়েছে।’
— Bengal Fast (@bengal_fast) June 25, 2021
উল্লেখ্য, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি জানিয়েছেন। এর মাঝে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও বাংলা ভাগের জিগির তুলেছেন। সৌমিত্র জঙ্গলমহলকে আলাদা রাজ্য করা হোক বলে দাবি তুলেছেন। যা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বঙ্গভঙ্গের প্রতিবাদ উঠেছে। জন বারলার বিরুদ্ধে রাজ্যের একাধিক থানায় অভিযোগ দায়েরও হয়েছে। এবার ম্যাজিকের মাধ্যমে রাজভবনের গেটে গিয়ে বাংলা ভাগের প্রতিবাদ করলেন ম্যাজিশিয়ান সোমেন দে। এর আগে রাজভবনে ভেড়ার পাল নিয়ে অভিনব প্রতিবাদ করায় ট্যুইটের মাধ্যমে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই মুহূর্তে রাজ্যপাল দার্জিলিং রয়েছেন রাজ্যপাল। তাই তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments are closed.