৫ টাকায় ডিম-ভাত! সোমবার চালু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘মায়ের রান্নাঘর’
নিজস্ব সংবাদদাতা : কন্যাশ্রী, খাদ্যশ্রী, রূপশ্রী, ঐকশ্রী, যুবশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথীর পর এবার এক অভিনব প্রকল্প ‘মায়ের রান্নাঘর’ আনতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ৫ টাকায় বাংলায় এবার পাওয়া যাবে পেট ভরে ডিম-ভাতের গ্রাসাচ্ছাদন। আধপেটা নয়, গরিব মানুষ পাবে পুরো পেট পুরে খেতে। মুখ্যমন্ত্রী বাজেটে এই প্রকল্পের ঘোষণা করার দশ দিনের মধ্যেই বাস্তবায়িত হতে চলেছে এই প্রকল্প।
সোমবার বিকেল ৩টেয় ভার্চুয়ালি ১৬টি বরোতে একসঙ্গে এই পরিষেবার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, ‘২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে থাকবে মরসুমি সবজি-আলুর কোনও তরকারি ও ডাল। এছাড়া থাকবে একটি ডিম।’দুপুর ১টা থেকে ২টোর মধ্যে মিলবে এই খাবার। আপাতত ১৬টি বরোতে পরে ধীরে ধীরে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই মিলবে এই পরিষেবা।
Comments are closed.