ফের নিম্নচাপের ভ্রুকুটি, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
নিজস্ব সংবাদদাতা : রবিবার উত্তর বঙ্গোপগাসরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে। যার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। সতর্ক করল হাওয়া অফিস। নয়া নিম্নচাপের প্রভাবে সোমবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই। ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা।বর্তমানের সক্রিয় নিম্নচাপটি সরে গেলে রবিবার উত্তর বঙ্গোপগাসরে ফের একটি নিম্নচাপ তৈরি হবে। যার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তার প্রভাবে উপকূলবর্তী ২ জেলায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। রাতে বয়েছে ঝোড়ো হাওয়া। সারারাত বৃষ্টি হয়ে চলায় নেমেছে শহরের তাপমাত্রাও। শুক্রবার দিনভর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জারি করা হয়েছে কমলা সতর্কতাও। নিম্নচাপের জেরে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দেয়।
বর্তমানে সক্রিয় নিম্নচাপটি বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ড–ছত্তিসগড় সীমানার ওপর অবস্থান করছে। এই নিম্নচাপের জেরে বুধবার রাতে ব্যাপক বৃষ্টি হয় উপকূলবর্তী ২ জেলায়। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে সমুদ্রের লোনা জল গ্রামে ঢুকেছে বলে জানা গিয়েছে। উত্তর ২৪ পরগণার বেশ কয়েকটি ব্লকে নদীবাঁধের অবস্থা বেশ খারাপ। পূর্ব মেদিনীপুরের দিঘায় গার্ডওয়াল টপকে রাস্তায় এসে পড়ছে সমুদ্রের জল। স্থানীয়রা জানাচ্ছেন, জীবদ্দশায় এমন জলোচ্ছ্বাস দেখিনি। জলের তোড়ে দিঘায় বেশ কয়েকটি অস্থায়ী দোকান ভেঙেছে। পর্যটকদের সমুদ্রের কাছে না যাওয়ার জন্য আবেদন।
Comments are closed.