আরও ঘনীভূত নিম্নচাপ, সন্ধে থেকেই দুর্যোগ বাড়ার আশঙ্কা
নিজস্ব সংবাদদাতা : ক্রমশ ঘনীভূত হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রবল বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার সন্ধে থেকে দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, ভারী বর্ষণের সতর্কতা নেই কলকাতায়। ইতিমধ্যেই কলকাতা-সহ ছয় জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এমনকী ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও রয়েছে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
সমুদ্র উত্তাল হওয়া ও প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর বাড়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের জেরে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে জারি কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে কোনও কোনও এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটারও বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বুধবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।
Comments are closed.