বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪৮ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা : বুধবারে বঙ্গোপসাগরের উপর তৈরি হবে নিম্নচাপ। যার জেরে এই সপ্তাহের শেষ দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ব্যাপক বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবারই দক্ষিণবঙ্গের ওপর দিয়ে গিয়েছে একটি নিম্নচাপ। যার জেরে দিনভর বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। শনিবার দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপটি অবস্থান করছিল সেটি বর্তমানে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের ছোটনাগপুরের মালভূমির ওপরে রয়েছে। নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে। চলতি সপ্তাহে ফের একটি নিম্নচাপ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়াবে বলে মত আবহবিদদের। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে। দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Comments are closed.