সাঁতরাগাছি ব্রিজে দুর্ঘটনা! রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নীচে ঝিলে পড়ল লরি
নিজস্ব সংবাদদাতা : সাঁতরাগাছি ব্রিজের রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নীচে ঝিলের মধ্যে পড়ে গেল লরি। ভোর ৪টে নাগাদ কলকাতার দিক থেকে হাওড়ার দিকে যাওয়ার পথে সাঁতরাগাছি ব্রিজে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারায় লরিটি। প্রথমে বাঁদিকের রেলিঙে ধাক্কা মারার পর উল্টো দিকের লেনের ডান দিকের রেলিংয়ে ধাক্কা মারে লরিটি। এরপর মোটা রেলিং ভেঙে সোজা নীচে জলের মধ্যে পড়ে যায়।
লরিটি পড়তে দেখে সঙ্গে এগিয়ে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন ও জগাছা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লরিটি ব্রেক ফেল করলে দুর্ঘটনা ঘটে। লরিটিকে উদ্ধার করতে দমকলের পক্ষ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন হাইড্রোলিক ক্রেনের ব্যবস্থা করা হয়। নিখোঁজ ড্রাইভার ও খালাসির সন্ধান চলছে। দুঘর্টনার জেরে কলকাতা থেকে হাওড়াগামী কোনা এক্সপ্রেসওয়েতে সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়েছে।
Comments are closed.