বিজেপির পতাকা তুলে নিলেন সেলুলয়েডের ‘রামচন্দ্র’

নিজস্ব প্রতিনিধি : ‘ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে রয়েছে রাম।’ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়ে মন্তব্য সেলুলয়েডের ‘রামচন্দ্র’ অরুণ গোভিলের। এদিন কিংবদন্তি অভিনেতাকে গেরুয়া শিবিরে স্বাগত জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। সঙ্গে ছিলেন বিজেপি নেতা অরুণ সিংও।
Shri @ArunSinghbjp is addressing a press conference at BJP headquarters in New Delhi. https://t.co/Ioj0xHLX01
— BJP (@BJP4India) March 18, 2021
পদ্ম শিবিরে যোগ দিয়েই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অভিনেতা। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর শ্রীরাম স্লোগানে অদ্ভুত অ্যালার্জি রয়েছে। জয় শ্রীরাম তো কোনও স্লোগান নয়, এটা আমাদের জীবনের অংশ, আদর্শ ও সংস্কারের অংশ। আজ দেশের একজনেরই সেই কথায় অ্যালার্জি।’
জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ভারতীয় ঐতিহ্যর পাশাপাশি রামের প্রতি আনুগত্য প্রকাশ করে গেরুয়া শিবিরের সদস্যরা। এবার সেই দলের সদস্য পদে নাম লেখালেন স্বয়ং ‘রামচন্দ্র’। আশির দশকে রামানন্দ সাগরের দেশজুড়ে সাড়া জাগানো সেই টেলি সিরিয়ালে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল।
Shri @arungovil12 called on BJP National President Shri @JPNadda after joining @BJP4India in New Delhi. pic.twitter.com/u6cXUanilI
— BJP (@BJP4India) March 18, 2021
বাংলা-সহ চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে দোরগোড়ায় নির্বাচন। সেই আবহে হিন্দুত্বের প্রচারে হাওয়া দিতেই অরুণ গোভিলকে দলে সামিল করেছে বিজেপি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যদিও দূরদর্শনে রামায়ণের সম্প্রচার শেষ হওয়ার ৩৩ বছর পর পদ্মশিবিরে যোগ দিয়ে অরুণ গোভিলের মন্তব্য, ‘রাজনীতি করতে নয়, নিজের কর্তব্য পালন করতে এসেছি। অভিনয় জগতে রাম চরিত্রে যেটুকু অবদান রাখার ছিল, তা করেছি। এখন দেশের সেবা ও সংস্কারেও নিজের অবদান রাখতে চাই। এরজন্য একটি প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল, যেখানে কথা বললে সকলে শুনবে। বিজেপির থেকে ভাল প্ল্যাটফর্ম আর কিছু হতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ সামলানোর দায়িত্ব নেওয়ার পরই রাজনীতির পরিভাষায় সম্পূর্ণ পরিবর্তন এসেছে।’
Comments are closed.