‘আইনশৃঙ্খলা নিয়ে উত্তরপ্রদেশের দিকে তাকান’, হাথরসের ঘটনায় তোপ মমতার
নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের হাথরসে দলিত কন্যাকে গণধর্ষণ ও তাঁর মৃত্যুর ঘটনায় তোলপাড় সারা দেশ। এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় আয়োজিত প্রশাসনিক বৈঠক থেকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁরা বাংলার আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন, তাঁরা একটু উত্তরপ্রদেশের দিকে তাকান।’
Two inhuman crimes in two consecutive days! Clearly safety of Dalits & our daughters has become a joke in this country under @narendramodi ji’s regime!@BJP4India Govt. is threatening every Dalit life in the country!#ModiSpeakUp4Dalitshttps://t.co/Nco5MmkpNC
— All India Trinamool Congress (@AITCofficial) September 30, 2020
উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরসের দলিত কন্যা টানা ১৫ দিন লড়াই করার পর মঙ্গলবার সকালে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে মারা যান। তার ওপর গভীর রাতে নির্যাতিতার দেহ পরিবারের অনিচ্ছাতেই দাহ করে পুলিশ। এ নিয়ে প্রতিবাদের ঝড় দেশজুড়ে।
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে একাধিকবার রাজ্যপাল জগদীপ ধনকর ট্যুইট করে বা সাংবাদিক সম্মেলন করে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উত্তরপ্রদেশের হাথরসের ভয়াবহ ঘটনার প্রসঙ্গই টেনে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন উত্তরবঙ্গে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যপালকেই নাম না করে বিঁধলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি উত্তরকন্যায় কৃষি বিল নিয়েও কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেনন, ‘এর পরে সব ফড়েরা নিয়ে যাবে। পেঁয়াজ, আলু সব অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। কৃষকদের এ সব বোঝাতে হবে। না-হলে সর্বনাশ হয়ে যাবে।’
Comments are closed.