রাহুলের বিস্ফোরক ব্যাটিংয়ের সামনে উড়ে গেল আরসিবি, লজ্জার হার বিরাটদের
অমিয় রায়
একদিকে অধিনায়ক কেএল রাহুলের রাজকীয় ইনিংস। আর অন্যদিকে বিরাটের দলের লজ্জার ব্যাটিং। সবমিলে তাসের ঘরের মতো সহজেই ধরাশায়ী হয়ে গেল কোহলি অ্যান্ড কোম্পানি। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯৭ রানে জয় ছিনিয়ে নিয়ে ২ পয়েন্ট তুলে নিল কিংস ইলেভেন পঞ্জাব। এদিন নিজেকে দলের যোগ্য অধিনায়ক হিসেবে প্রমাণ করে দিলেন কেএল রাহুল। ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রাহুল। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও ৭টি ছয়। রাহুলের বিধ্বংসী ব্যাটে ভর করে ৩ উইকেটে ২০৬ রান তোলে কিংস ইলেভেন পঞ্জাব। এই রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০৯ রানে অলআউট হয়ে যায়।
শুরু থেকেই চাপের মুখে পড়ে আরসিবির ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। গত ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান দেবদূত পড়িক্কাল এদিন ১ রান করে আউট হন। তিন নম্বর বিরাট জোস ফিলিপেকে ব্যাটিং করতে পাঠান। টপ অর্ডারে সুযোগ পেলেও এদিন ০ রানে সাজঘরে ফিরলেন। বিরাট চারে নেমে ১ রানে আউট হন। এবিডি ২৮ ও আরসিবির হয়ে ওয়াশিংটন সুন্দর সর্বোচ্চ ৩০ রান করেন।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রবি বিষ্ণোই এদিন ৪ ওভারে ৩২ রান খরচে ৩টি উইকেট নিলেন। দলের অন্য স্পিনার মুরগান অশ্বিনও ৩টি উইকেট পান।
Comments are closed.